গুগল এর এনড্রয়েড মার্কেট প্লেস এর সিস্টেম টা নিশ্চয় সবাই জানেন। জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে অ্যাপলিকেশ্ন গুলো ইন্সটল করতে হয়। যার জন্য ফোন এ সবসময় ইন্টারনেট কানেকশন থাকা লাগে। ব্যাপারটা সবার জন্য সুবিধার না। আর এতে টাইমও বেশি লাগে। সবচেয়ে ভাল হয় যদি অফলাইন এ অ্যাপলিকেশন গুলো ইন্সটল করা যায়। তার জন্যই আমার এই পোস্ট। এখানে দেখাব খুব সহজে কি করে অফলাইন এ অ্যাপস্ ইন্সটল করা যায়। চলুন দেখি......
টরেণ্ট এর সাহায্যে ডাউনলোড করতে পারেন। গুগল সার্চ ব্যবহার করুন। এখানে আমি কয়েকটি টরেন্ট এর লিঙ্ক দিয়ে দিলাম।
অন্যান্য জায়গা থেকেও ডাউনলোড করতে পারে। গুগল সার্চ ইউজ করুন।

৩) অ্যাপলিকেশন টি ইন্সটল হয়ে গেলে ওপেন করুন। দেখবেন যে আপনার মেমোরি কার্ড এ যেসব অ্যাপলিকেশন আছে সেগুলো দেখাচ্ছে।
৪) পছন্দের অ্যাপস্ সিলেক্ট করে ইন্সটল এ ক্লিক করুন। বাস্! ইন্সটল হয়ে গেল অ্যাপকেশনটি।
এখন অ্যাপকেশনটি ব্যবহারের জন্য সম্পূর্ণ তৈরী। উপভোগ করুন এনড্রয়েড এর মজা! যেকোন সমস্যা বা প্রয়োজনে আমাকে কমেন্ট করে জানান, আমি সমাধানের চেষ্টা করব।